Home বিদেশ ইরানে নৌ সেনা তে হল বুমেরাং

ইরানে নৌ সেনা তে হল বুমেরাং

by banganews

ইরানে ঘটে গেলো একটি দূর্ঘটনা। কোনো বিদেশী সেনা নয় নিজেদের দেশের মিসাইল এ নিজেদেরই নৌ সেনা র জাহাজ ভেঙে পড়ে।

সেনা অভ্যাসের সময়ে ইরানের এক মিসাইল নিজেদের নৌ সেনা র এক জাহাজে গিয়ে পড়ে। এই দুর্ঘটনা তে মৃত্যু হয় ১৯ জনের এবং আহত হয় ১৫ জন এর। এই অভ্যাসে ইরানি নৌ সেনার দু টি জাহাজ ও সামিল আছে। এই ঘটনা টি ঘটে আন্টিসিপ মিসাইল এর প্রশিক্ষণের সময়। রবিবার মিসাইল টি সৈন্য উপকরণ বহন কারী একটি জাহাজের লাইট সাপোর্ট এর সাথে আঘাত লাগে। ইরানের হারমুজ স্ট্রিট এ হয়েছিল। মিসাইল টি কে যুদ্ধপ্রোত থেকে ছোড়া হয়েছিল।

ইরান মাঝে মাঝে এই রকম পরীক্ষা করে থাকে কিন্তু এরকম ঘটনা ঘটে যাবে বুঝতে পারেনি। টার্গেট এর সময়ে জাহাজ মিসাইল এর কাছে এসে যায় যেটা মিসাইল নিক্ষেপ করার সময়ে তারা দূরত্ব টা খেয়াল করেনি তারা তার ফলেই হয়েছে দুর্ঘটনা।

রাজধানী তেহরান এর দক্ষিণ পূর্ব তটের১২৭০ কিমি দূরে উমান পোর্ট অব ডাস্ক এ হয়েছে। জার্মান ও কণার জাহাজ নৌ সেনারা ব্যবহার করে। এর পর তারা এই ব্যাপারে আরো সতর্ক থাকবেন সেই কথাই বলেছেন।

You may also like

Leave a Reply!