Home পাঁচমিশালি ২৮ সেকেন্ডে নৃত্যের ৫২ মুদ্রা দেখিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে বাংলার মেয়ে

২৮ সেকেন্ডে নৃত্যের ৫২ মুদ্রা দেখিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে বাংলার মেয়ে

by banganews

৫ বছরের একরত্তি মেয়ের নাম উঠে গেল ইন্ডিয়া বুক অব রেকর্ডসে। ভারতের ছোট ছোট জায়গায় এমন অমূল্য রতন চারিদিকে ছড়িয়ে আছে বলেই আমাদের দেশটি এত উজ্জ্বল। তেমনই এক উজ্জ্বল হীরের টুকরো হল প্রমা পাল। উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যমগ্রামে থাকে প্রমা৷ শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যমের ৫২ টি হস্তমুদ্রা প্রদর্শন করে মাত্র ২৮ সেকেণ্ডে৷

আরো পড়ুন

ছাত্রীদের আত্মবিশ্বাসী করতে সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন শিক্ষিকা

প্রমা স্কুল পড়ুয়া৷ বাবা কুন্তল পাল এক বেসরকারি সংস্থায় কর্মরত ও তার মা পূর্বিতা সাহা পাল মসলন্দপুরে রাজবল্লভ হাই স্কুলের শিক্ষিকা। ছোটবেলার থেকেই প্রমার নাচের প্রতি এক আর্কষণ ছিল। তার এই আর্কষণ লক্ষ্য করে সাড়ে তিন বছর বয়সেই প্রমাকে ভর্তি করে দেওয়া হয় শিক্ষিকা রূপা সরকারের কাছে। প্রমা নাচের প্রতিটি মুদ্রা খুব সহজেই ও তাড়াতাড়ি রপ্ত করে নিত৷ এরপরেই তার বাবা-মা র মাথায় আসে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের কথাটি।

মেয়ের ২০টি নাচের ভিডিও তারা পাঠায়। এরপরই তারা জানতে পারে প্রমা ইন্ডিয়া বুক অব রেকর্ড গড়েছে। মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত তার পরিবার পরিজন। মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্যমন্ত্রী রথীন ঘোষ শুভেচ্ছা জানিয়েছেন৷
প্রমার বাবা মা জানায়- প্রমার এই সাফল্যের পিছনে তার শিক্ষিকার অবদান অনস্বীকার্য।
বিধায়ক রথীন ঘোষ জানিয়েছেন তার এই সাফল্যে গোটা মধ্যমগ্রামবাসী আপ্লুত।

You may also like

Leave a Reply!