TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

এবার খুলতে চলছে রাজ্যের পাঁচটি ‘ ট্যুরিস্ট স্পট ‘ অর্থাৎ পর্যটন কেন্দ্র – জেনে নিন কোথায় কোথায়?

করোনার সঙ্গে লড়াই চালাতে চালাতেই ধীরে ধীরে ‘ স্বাভাবিক ‘ জীবনে ফেরার চেষ্টা শুরু করেছে দেশ। বর্তমানে গোটা দেশ জুড়ে চলছে ‘ আনলক পর্ব ১’। অনুমতি মিলেছে অফিস, শপিং মল খোলার। রাস্তায় নেমেছে বাস, অটো, ট্যাক্সির দল, অবশ্যই নতুন নিয়ম পেঁচিয়ে। এবার খুলতে চলছে রাজ্যের পাঁচটি ‘ ট্যুরিস্ট স্পট ‘ অর্থাৎ পর্যটন কেন্দ্র। চালু হচ্ছে সেখানকার ট্যুরিস্ট লজ। ঘোষণা রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেবের।

আরো পড়ুন – নিয়ম মেনে চলবে রেস্তোরাঁ- ঠিক কি কি ঘটলো বদল

আগামী ৮ জুন থেকে চালু হবে এই লজগুলি। শিলিগুড়ির মৈনাক ট্যুরিস্ট লজে ডাকা এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন পর্যটনমন্ত্রী।
আনলক সিজন এক এ প্রাথমিক ভাবে এই রাজ্যের ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, মাইথন, রাঙাবিতান ও টিলাবাড়ি এই ৫টি টুরিস্ট লজকে পর্যটকদেরর জন্য খুলে দেওয়া হচ্ছে বলে পর্যটনমন্ত্রী জানান। তিনি আরও বলেন পর্যটকরা অনলাইনেও বুকিং করতে পারবেন এই লজগুলির জন্য।

আরো পড়ুন – গত এক বছরে এক স্কুল শিক্ষিকা বেতন বাবদ পেয়েছেন প্রায় এক কোটি টাকা।

তিনি আরও জানান সকল সুরক্ষাবিধি ও নিয়ম মেনেই খোলা হচ্ছে এই পর্যটন কেন্দ্রগুলি। ভবিষ্যতে রাজ্যের বাকি ‘ ট্যুরিস্ট স্পট গুলোও’ খোলা হবে। তবে লজের কর্মী থেকে শুরু করে পর্যটকদের সবাইকে এই সুরক্ষাবিধি মেনে চলতেই হবে। বিশেষ করে মাস্ক দিয়ে মুখ ঢাকা না থাকলে কেউই লজের অন্দরে প্রবেশ করতে পারবে না।

আরো পড়ুন – কালী ও জগদ্ধাত্রী পুজোর মতই তান্ত্রিক মতে পুজো হয়ে থাকে অন্নপূর্ণার

তবে এই পর্বে লজে থাকার মূল্য বর্ধিত হচ্ছে কি না সে বিষয়ে এখনও কোনো ঘোষণা করা হয়নি।