চলছে ‘ আনলক ১ ‘ পর্ব। ধীরে ধীরে খুলছে ধর্মীয় স্থান, দোকান, চলছে বেসরকারি গাড়ি, বিমান পরিষেবা। এবার অনুমতি মিললো রেস্তোরাঁ খোলার। ৮ জুলাই থেকে খুলছে কাফে এবং রেস্তোরাঁ। তবে সেখানেও জারি থাকবে নানা নিষেধ।
রেস্তোরাঁয় ভালবাসার সঙ্গীর হাত ধরে চোখে হারানোর রোম্যান্সের দিনের ওপর আপাতত যবনিকা।
রয়েছে আরো হরেক নিয়ম। প্রথমেই কোপ পড়েছে ঘনষ্ঠতা ও সেলফির ওপর। আপাততঃ এখানে আসা গ্রাহকদের ঘনিষ্ঠ হয়ে সেলফি বা ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি থাকবে।
এবার থেকে কাফে ও রেস্তোরাঁয় দুটি চেয়ারের মধ্যে দূরত্ব রাখা হয়েছে। এক টেবিল থেকে আরেক টেবিলের দূরত্ব রাখা হচ্ছে অনেকটাই। যে রেস্তরাঁয় এক সময় ১০০ জন বসতেন সেখানে মাত্র ৬০ জন বসে খেতে পারবেন।
এছাড়াও এখানে প্রবেশের আগে স্যানিটাইজার দিয়ে হাত পরিস্কার করা বাধ্যতামূলক। সঙ্গে মাস্ক পড়াও। কিছু কিছু জায়গায় থাকবে থার্মাল চেকিং।
আরও পড়ুন আগামী ৮ই জুন থেকে অফিস এবং ধর্মীয় স্থানগুলিতে যেসব নিয়ম মেনে চলতে হবে
করোনা সংক্রমণ থেকে বাঁচতে ১০ জনের টেবিলে বসতে পারবেন ৬ জন। তাঁদের চেয়ারের মধ্যে বেশ দূরত্ব থাকবে। এমনকী দুটি টেবিলের মাঝেও থাকবে অনেকটা দূরত্ব। লোকসান ঢাকতে খাবারের দাম বাড়ানোর আশঙ্কা রয়েছে।