TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

একাধিক রুটে চলবে অত্যাধুনিক সেমি হাইস্পিড ট্রেন

অতিদ্রুতগতি সম্পন্ন রেলপরিষেবা চালু করতে বেশকিছু সময় ধরে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল ৷ সেই লক্ষ্য পূরণের জন্য আরও একধাপ পা বাড়ালো রেলমন্ত্রক, চালু করা হল মিশন রফতার। এরইমধ্যে প্রায় ৪৪টি সেমি হাই স্পিড ট্রেনের টেন্ডার নোটিশ রিলিজ করেছে ভারতীয় রেল ৷ এই টেন্ডারের আবেদন সংগ্রহ শুরু করা হবে আগামীকাল অর্থাৎ ১০ই জুলাই থেকে ৷
আরও পড়ুন : রেলের বেসরকারিকরণ হবে না ঘোষণা রেলমন্ত্রীর
এই প্রকল্পের  মাধ্যমে রেল শীঘ্রই ৪৪টি হাই স্পিড ট্রেন পেয়ে যাবে যা প্রাথমিকভাবে গোটা দেশের নির্ধারিত কয়েকটি রুটে চলবে ৷ করোনা সংক্রমণের বিষয়টিকে মাথায় রেখে রেলের তরফে জানানো হয়েছে, যে ডকুমেন্ট ম্যানুয়াল প্রক্রিয়ায় জমা দিতে হত তা এখন থেকে সরাসরি জোনাল রেলের জিএম, সচিব, আরডিএসও-র সচিব বা এনএআইআর-কে দেওয়া যাবে। ইতিমধ্যে চেন্নাই কোচ ফ্যাক্টরি, ৪৪ টি সেমি হাই স্পিড ট্রেন সেটের টেন্ডার জারি করেছে, যা ১০ জুলাই, ২:১৫  নাগাদ খুলে যাবে ৷
আরও পড়ুন : ফেসবুক, ইন্সটাগ্রামের মতো ৮৯ টি অ্যাপ নিষিদ্ধ করল ভারতীয় সেনা
প্রকল্পটিকে দ্রুত বাস্তবায়িত করতে রেলের তরফে গ্লোবাল টেন্ডার জারি করা হয়েছে ৷ বন্দে ভারত এক্সপ্রেসের নির্মাণ শৈলী মাথায় রেখে নতুন রেল ট্রাক তৈরি করার কথা ভাবা হচ্ছে। এই ট্রেনটিতে বিশেষভাবে চারটি কামরা দ্বারা নির্মিত একটি সেট ও চারটি সেটে  একটি ১৬ কামরার ট্রেন তৈরীর পরিকল্পনা করা হয়েছে। এর জন্য একাধিক জায়গায় ট্রায়ালও চলছে ৷ পাশাপাশি প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ অভিযানের কথা মাথায় রেখে নতুন রেল ইঞ্জিন নির্মাণ প্রকল্প চালু করার কথা ভাবছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।