Home দেশ শুরু হয়ে যাচ্ছে তৎকাল টিকিট বুকিং 

শুরু হয়ে যাচ্ছে তৎকাল টিকিট বুকিং 

by banganews
লকডাউনের পর এবার যাত্রীদের জন্য তৎকাল টিকিট বুকিংয়ের পরিষেবা চালু করল ভারতীয় রেল । বিশেষ প্যাসেঞ্জার ট্রেন ও এসি স্পেশ্যাল ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের পরিষেবা সোমবার থেকে চালু করে দেওয়া হয়েছে । সেন্ট্রাল রেলের PRO শিবাজি সুথার জানিয়েছেন, ৩০ জুন ও তার পর থেকে যে ট্রেন চলবে তার ক্ষেত্রে এই সুবিধা মিলবে । স্পেশ্যাল ট্রেন যার নম্বর ০ থেকে শুরু হবে, তাতে বুকিং করা যাবে ।
সকাল ১০টা থেকে এসি ক্লাস ও ১১ থেকে স্লিপার ক্লাসের জন্য তৎকাল টিকিট বুকিং করা যাবে । আপাতত ১২ অগাস্ট পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে । বিশেষ কিছু ট্রেনই চলবে এই সময়ে । রেলের তরফে জানানো হয়েছে, সমস্ত প্যাসেঞ্জার সার্ভিস ট্রেন যার মধ্যে মেল ও এক্সপ্রেস ট্রেন সামিল রয়েছে ১২ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে । রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ১২ অগাস্ট পর্যন্ত কেবল স্পেশ্যাল ট্রেন চলবে ।
যাত্রা করার ২৪ ঘন্টা আগে করা যাবে টিকিট বুকিং। ১ জুলাই যাত্রা করার হলে ৩০  জুন ১০ টা থেকে ১১ টার মধ্যে লগ ইন করতে হবে৷  মনে রাখতে হবে তৎকাল টিকিট দ্রুত বিক্রি হয়ে যায়৷ আইডি প্রুফ বা পরিচয়ের প্রমাণপত্র দেখানো আবশ্যক।
যে সব তৎকাল টিকিট বুকিং করার পর কনফার্ম হবে সেগুলি পরবর্তীকালে যাত্রী বাতিল করলেও টিকিটের মূল্য ফেরত পাবেন না।

You may also like

Leave a Reply!