Home দেশ সাতটি রুটে বুলেট ট্রেন চালাবে ভারতীয় রেল, জমি অধিগ্রহণের কাজ শুরু

সাতটি রুটে বুলেট ট্রেন চালাবে ভারতীয় রেল, জমি অধিগ্রহণের কাজ শুরু

by banganews

করোনা আবহের মাঝেই ভারতীয় রেলের নতুন প্ল্যানের ব্যপারে জানা গেল। জানা গিয়েছে, দেশে বুলেট ট্রেন চলাচলের রুট সংখ্যা বাড়তে চলেছে। হাই স্পিড বুলেট ট্রেন চালানোর জন্য আপাতত সাতটি রুট নিয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে ভারতীয় রেল। এই সাতটি রুটে জমি অধিগ্রহণের কাজও শিগগির শুরু হবে বলে জানা যাচ্ছে। হাই স্পিড করিডর-এ বুলেট ট্রেন ৩০০ কিমি প্রতি ঘণ্টার গতিতে ছুটতে পারে। সেমি হাই স্পিড করিডরে ট্রেনের গতি হতে পারে ১৬০ কিমি প্রতি ঘণ্টা।

দেখুন ভিডিও 

You may also like

Leave a Reply!