Home দেশ একাধিক রুটে ক্লোন স্পেশাল ট্রেন চালাবে রেল

একাধিক রুটে ক্লোন স্পেশাল ট্রেন চালাবে রেল

by banganews

দিল্লি, ২০ সেপ্টেম্বর, ২০২০ঃ  আগামীকাল থেকে একাধিক রুটে ক্লোন ট্রেন চালাবে ভারতীয় রেল। লকডাউনে গত মে মাস থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়েছে রেল। আনলক পর্ব শুরু হলেও পুরোদমে শুরু হয়নি রেল পরিষেবা। এদিকে টিকিটের চাহিদাও অনেক বেশি বেশ কিছু রুটে। কাউন্টার বন্ধ থাকায় আইআরসিটিসি অ্যাপ থেকে কাটতে হচ্ছে টিকিট। ফলে টিকিটের চাহিদার সংখ্যাটা বোঝা যাচ্ছে। সেইকারণে আগামীকাল থেকে ২০ জোড়া ক্লোন ট্রেন চালাবে ভারতীয় রেল। কিন্তু কী এই ক্লোন ট্রেন।

আরও পড়ুন টিকটক-ওরাকল চুক্তিতে আমার আশীর্বাদ রয়েছে : ট্রাম্প

রেল সূত্রে জানানো হয়েছে যখন যাত্রী চাহিদা বেশী হয় তখন ওয়েটিং লিস্টের পর বাকি যাত্রীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয় তাই হল ক্লোন ট্রেন। সূত্রের খবর অনুযায়ী ২০ জোড়া ট্রেনের মধ্যে ১৯ জোড়া ট্রেনের ভাড়া ধার্য্য করা হবে হামসফর এক্সপ্রেসের ভাড়া অনুযায়ী আর দিল্লি রুটের ট্রেনের ভাড়া ধার্য্য করা হবে শতাব্দী এক্সপ্রেসের ভাড়া অনুযায়ী। বিহার থেকে থাকছে ১০ জোড়া ট্রেন। বাংলা থেকে মাত্র ১ জোড়া ট্রেন থাকছে জলপাইগুড়ি থেকে অমৃতসর যাবে। রেল সূত্রে খবর বিহার ও দিল্লির মধ্যে ১০ জোড়া ক্লোন ট্রেন চলবে। দক্ষিণ-মধ্য রেলের দুটি ক্লোন ট্রেন চলবে বিহারের দানাপুর থেকে সেকেন্দ্রাবাদ পর্যন্ত। ৬ টি ট্রেন চলবে কর্ণাটক-বিহার, গোয়া-দিল্লি, ও কর্ণাটক- দিল্লির মধ্যে। আইআরসিটিসি সূত্রে খবর আগামী ১ সপ্তাহের ক্লোন ট্রেনের টিকিট বুক হয়ে গেছে।

You may also like

Leave a Reply!