TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আইপিএল এর টাইটেল স্পন্সরশিপ এ ড্রিম 11

মুম্বই, ১৮ অগাস্ট, ২০২০: ভারতের আইপিএল এবছর হবে ‘ড্রিম ১১ আইপিএল’। ২২০ কোটি টাকা দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে প্রধান স্পন্সরের তকমা কিনে নিল ড্রিম ১১। অবশ্য আইপিএল-এর সঙ্গে ড্রিম ১১-এর যোগাযোগ নতুন নয়। এমনিতেই এই লিগের পার্টনার ছিল সংস্থাটি।

আরও পড়ুন : কলকাতা থেকে দেশের ৬ শহরে বিমান চলাচলে নিষেধাজ্ঞা শিথিল

আইপিএল-এর টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে ড্রিম১১-এর প্রতিদ্বন্দ্বিতা ছিল টাটা সন্স, বাইজু এবং আনঅ্যাকাডেমির সঙ্গে।
জানা গিয়েছে, সবথেকে বেশি অর্থ দিয়ে এই টাইটেল স্পন্সর হওয়ার লড়াই জিতে নিয়েছে ড্রিম।
আনঅ্যাকাডেমির দর ছিল ২১০ কোটি টাকা। টাটা সন্স দিয়েছিল ১৮০ কোটি টাকা ও বাইজু দর দিয়েছিল ১২৫ কোটি টাকা।
প্রসঙ্গত, ২০১৮-২০২২ অবধি একটানা পাঁচবছর আইপিএল-এর টাইটেল স্পন্সরশিপের ন্যায্য অধিকারী ছিল ভিভো।

আরও পড়ুন :  মহারাষ্ট্রের দুটি গ্রাম দত্তক নিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ

ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তার দু হাজার কোটির চুক্তি ছিল। তবে গালওয়ান সীমান্তে চিনা আগ্রাসনের প্রতিবাদে চিনা সংস্থার স্পন্সরশিপ থেকে বেরিয়ে এল আইপিএল।