Home খেলা আইপিএল-এর টাইটেল স্পনসর: এগিয়ে টাটা গোষ্ঠী

আইপিএল-এর টাইটেল স্পনসর: এগিয়ে টাটা গোষ্ঠী

by banganews

মুম্বই, ১৫ অগাস্ট, ২০২০: আইপিএল-এর টাইটেল স্পন্সর হওয়ার দৌড়ে এগিয়ে টাটা গোষ্ঠী। বিশ্বাসযোগ্যতা ও ভাবমূর্তিতে স্বচ্ছতার কারণে এগিয়ে দেশীয় এই সংস্থা।

চিনা স্মার্টফোন সংস্থা ভিভো সরে যাওয়ার পর আইপিএল-এর টাইটেল স্পন্সর হওয়ার দরপত্র চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আজই ছিল সেই দরপত্র জমা দেওয়ার শেষদিন।

যোগগুরু রামদেবের পতঞ্জলি থেকে শুরু করে অনলাইন এডুকেশন অ্যাপ আনএকাডেমি—দরপত্র দিয়েছে অনেকেই। আছে মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠীও ।

আরও পড়ুন অবসরে ক্যাপ্টেন কুল, রইল তাঁর ক্রিকেট জীবনের গৌরবময় মুহূর্তগুলি

সূত্রের খবর, এই দরপত্রের বিচারে বাকি সমস্ত দেশীয় সংস্থার থেকে এগিয়ে আছে টাটা গোষ্ঠী। তার সর্বপ্রধান কারণ হল, দেশের মানুষের কাছে টাটা গোষ্ঠীর গ্রহণযোগ্যতা। একেবারে স্বচ্ছ ভাবমূর্তি এবং আদর্শের দিক দিয়ে ভারতীয় উদ্যোগপতিদের মধ্যে এই প্রতিষ্ঠান সবচেয়ে এগিয়ে।

সূত্রের খবর, চিনা বিতর্কের এই আবহে ভাবমূর্তি ভালো এরকম টাইটেল স্পন্সরই চাইছে ভারতীয় বোর্ড।
তবে কার কপালে শিকে ছেঁড়ে, জানা যাবে ১৮ অগাস্ট। ওইদিনই আইপিএল-এর টাইটেল স্পন্সর বাছাই চূড়ান্ত হওয়ার কথা।

You may also like

Leave a Reply!