Home খেলা আইপিএল-এর নতুন স্পন্সরেও চিনা যোগ

আইপিএল-এর নতুন স্পন্সরেও চিনা যোগ

by banganews

মুম্বই, ১৯ অগাস্ট, ২০২০: চিনা যোগের কারণে আইপিএল থেকে ভিভো বাতিল হল। তবে এবারে যে মূল স্পন্সর, সেই ড্রিম ১১-এও রয়েছে চিনা যোগ।
এই স্পোর্টস ফ্যান্টাসি অ্যাপে একাধিক ভারতীয় সংস্থার বিনিয়োগ আছে। সেই সঙ্গে টেনসেন্ট-এর মতো চিনা সংস্থারও বিনিয়োগ আছে। অবশ্য তা ১০ শতাংশেরও কম। নামপ্রকাশে অনিচ্ছুক ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা দিয়েছেন সে খবর। ইতিমধ্যেই চিনা টেনসেন্ট নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়ে গেছে ক্রিকেট মহলে। তবে আইপিএল কর্তৃপক্ষ এ ব্যাপারে একেবারে নীরব।

আরও পড়ুন সক্রিয় রাজনীতিতে আসতে চান তথাগত রায়

অদূর ভবিষ্যতে কিন্তু আইপিএল-এর মূল স্পন্সরশিপে ভিভো-র ফিরে আসার রাস্তাও খুলে রাখা হয়েছে। কারণ বোর্ডের ওই কর্তা জানিয়েছেন, চিনা ভিভো-র সঙ্গে চুক্তি বাতিল করা হয়নি। আপাতত এই চুক্তি স্থগিত রাখা হয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি হলেই ২৪০ কোটিতে আর আইপিএল-এর স্বত্ব মিলবে না। ৪০০ কোটির নীচে টাইটেল স্পন্সর নেবে না ভারতীয় বোর্ড।
প্রসঙ্গত উল্লেখ্য, ৪০০ কোটি টাকার এই দরপত্র কিন্তু ভিভো-র ছিল।

You may also like

2 comments

Leave a Reply!