TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

করোনা মুক্ত প্রাকৃতিক রূপ কথার দেশ – নিউজিল্যাণ্ড

বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির খবর , করোনা মুক্ত নিউজিল্যান্ড। শেষ করোনা আক্রান্তও সুস্থ হয়ে উঠেছেন। আজ সকালেই নিজেদের করোনা মুক্ত বলে দাবী করেছে ওশিয়ানিয়ার এই দেশ।

আরো পড়ুন – করোনা এবার স্থান পেল উইকিপিডিয়ায়

কিন্তু কোন জাদুবলে এই অসম্ভবকে সম্ভব করল কিউই রা। গোটা বিশ্ব তখন করোনা হানায় বিপর্যস্ত , তখন লকডাউন কে হাতিয়ার করে আপাতত লড়াইয়ে জিতল প্রাকৃতিক রূপকথার দেশ। দেশে কঠোরভাবে পালিত হয়েছে লকডাউন। দেশের জনতা যেন লকডাউন মেনে চলে তাই নিশ্চিত করেছিল কিউই সরকার ‌। এর ফলেই দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা শূন্য তে নামিয়ে আনতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ড।

আরো পড়ুন – একলাফে আক্রান্তের সংখ্যা বেড়ে ১,২৫০০০, নতুন করে করোনা আক্রান্ত ৬৫০০ এর উপর
তথ্য অনুযায়ী দেশে মোট করোনা আক্রান্ত হয়েছিল ১হাজার ৫০৪জন, মৃত্যু হয়েছে ২২জনের। কড়া লকডাউনের প্রভাবেই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পায়নি। শেষ করোনা রোগীও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। লকডাউন অস্ত্র ই জিতিয়ে দিল কিউই দের। এবার ধীরে ধীরে ছন্দে ফিরছে নিউজিল্যান্ড।