TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

Vodafone Idea চালু করল Wi-Fi কলিং

বঙ্গ নিউস, ১৮ ডিসেম্বর, ২০২০ঃ Wi-Fi কলিং ফিচার চালু করল Vi বা Vodafone Idea। কলকাতা, মহারাষ্ট্র এবং গোয়াতে লঞ্চ করা হচ্ছে আপাতত৷ গত মঙ্গলবার থেকেই কলকাতাতে চালু হয়ে গিয়েছে এই নতুন পরিষেবা।

কলকাতা, মহারাষ্ট্র এবং গোয়ার গ্রাহকদের সরাসরি মেসেজ করে জানানো হয়েছে।15 ডিসেম্বর থেকেই শুরু হয়েছে এই নতুন ফিচার। অনেক আগেই এই ফিচার চালু করার পরুকল্পনা থাকলেও Vodafone Idea-র নেটওয়ার্কের কিছু সমস্যার কারণে Airtel এবং Jio-র পর Wi-Fi Calling পরিষেবা চালু করল।

আরও পড়ুন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলেই তা ধর্ষণ নয়

এই পরিষেবা পেতে গেলে গ্রাহকদের 4G SIM থাকতে হবে। হ্যান্ডসেটে VoWiFi calling সাপোর্ট করতে হবে। আর একটি WiFi কানেকশন জরুরি।
ফোনের সেটিংসে Vo-WiFi অপশনটি না থাকলে সফ্টওয়্যার আপডেট করার পর ফোন সেটিংসে গিয়ে সিম প্রোফাইল থেকে VoLTE চালু করতে হবে৷ তাহলে Vo-WiFi অপশন আসবে। অন করলেই WiFi-এর সাহায্যে কল করতে পারবেন।
Vo-WiFi এমন কোনও জায়গায় ব্যবহার করা যাবে যেখানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। আপনার স্মার্টফোন কোনও ভালো Wi-Fi নেটওয়ার্কে কানেক্ট করা থাকলেই আপনি কল করতে পারবেন।