Home কলকাতা এখন থেকে ট্রামেও WiFi, নতুন বছরের উপহার

এখন থেকে ট্রামেও WiFi, নতুন বছরের উপহার

by banganews

কলকাতা, ১ ডিসেম্বর, ২০২০ঃ প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে না হলে টিকে থাকা দায়। এবার সেই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে নতুন উপহার নিয়ে এল কলকাতা ট্রাম কোম্পানি। যদিও এখন তা রাজ্য সরকারের অধীন WBTC-র আওতায় পড়ে। মানুষের প্রতি আকর্ষণ বাড়াতে এই পদক্ষেপ নিয়ে রাজ্য সরকার। এখন থেকে ট্রামগুলোতেও মিলবে Free WiFi পরিষেবা। শহরের ২১ টি বাতানকুল ট্রামে আজ থেকে মিলবে এই পরিষেবা।

আরও পড়ুন মীরজাফর তকমায় ক্ষুব্ধ কাঁথির সাংসদ শিশির অধিকারী

তরুন যুবসমাজের কাছে এখন ব্রাত্য ট্রাম। এদেরকে এই দূষণমুক্ত পরিবেশ বান্ধব যানের প্রতি আকৃষ্ট করতেই এই পরিষেবা চালু করা হয়েছে। অনেকেই এখন ট্রামে চড়েন না, কলকাতাবাসীর কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বিএসএনএল-এর সঙ্গে গাঁটছড়া বেধে আগামী ৩১ জানুয়ারি থেকে কলকাতার সব ট্রামেই মিলবে এই পরিষেবা। ১৮৭৩ সালে শুরু হয় ঘোড়ায় টানা ট্রামের যাত্রা। তখন অবশ্য যাত্রীবাহী ছিল না। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পণ্যবহন করত ট্রাম। এরপর ১৮৮০ সালে তা যাত্রীবাহী হয়। আর ১৯০৪ সালে প্রথম বিদ্যুতে চলা ট্রাম পাড়ি দিল কলকাতার রাজপথে। প্রথমে রমরমা বাজার থাকলেও আস্তে আস্তে ব্রাত্য হতে থাকে চলাফেরা। এবার এই নয়া পরিষেবা বাড়তি আকর্ষণের কারণ হবে বলে মনে করছেন অনেকেই।

You may also like

Leave a Reply!