Home দেশ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলেই তা ধর্ষণ নয়

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলেই তা ধর্ষণ নয়

by banganews

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করা সবসময় ধর্ষণ বলে বিবেচিত হবে না৷ সম্প্রতি এই রায় দিয়েছে দিল্লি হাইকোর্ট ৷ দীর্ঘদিন যাবৎ কোনও মহিলা নিজের ইচ্ছেতে কারও সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করলে তা ধর্ষণ বলে বিবেচিত হবে না৷

এক মহিলা ধর্ষণের অভিযোগ আনেন এক ব্যক্তির বিরুদ্ধে। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েছেন ওই ব্যক্তি৷ কিন্তু পরে বিয়ে করতে নারাজ। এই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হলে মামলার রায় দিতে গিয়ে বিচারপতি বিভু ভাকরু জানান, বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ককে তখনই ধর্ষণ বলা হবে যখন কেউ সাময়িকভাবে যৌন লালসার শিকার হবেন৷

 

ইস্তফা দিলেন শীলভদ্র দত্ত

ইচ্ছে না থাকা সত্ত্বেও কখনও কখনও মহিলাদের যৌন সম্পর্কের জন্য প্ররোচিত করা হয়৷ না বলার পরেও যদি বারবার প্ররোচনা দেওয়া হয়, তবেই বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নির্যাতনের শিকার করা হয়েছে বলে ভারতীয় দণ্ডবিধির ৩৭৫ নম্বর ধারায় এই ঘটনাকে ধর্ষণ বলা হবে৷ কিন্তু উভয়ের সম্মতিতে দিনের পর দিন দুজনের মধ্যে ঘনিষ্ঠতা হলে, যৌন সম্পর্ক হলে তাকে ধর্ষণ বলা যাবে না৷

২০০৮ সাল থেকে মহিলার সঙ্গে যৌন সম্পর্ক ছিল এক ব্যক্তির৷ তার প্রায় ৪মাস পর ব্যক্তিটি তাঁকে বিয়ের প্রস্তাব দেন এবং তাঁর সঙ্গে পালিয়েও যান৷ তাই এই মামলাকে কোনওভাবেই ধর্ষণের মামলা হিসাবে গণ্য করা যাবে না জানিয়েছে দিল্লি হাইকোর্ট।

You may also like

Leave a Reply!