Home প্রযুক্তি হোয়াটসঅ্যাপ আনছে দুটি নতুন ফিচার

হোয়াটসঅ্যাপ আনছে দুটি নতুন ফিচার

by banganews

বঙ্গ নিউস, ১৯ ডিসেম্বর, ২০২০ঃ হোয়াটসঅ্যাপ ছাড়া বর্তমান প্রজন্মের প্রত্যেকটা দিন অচল। নিজের জনপ্রিয়তা ধরে রাখতে হোয়াটসঅ্যাপও নিত্য নতুন ফিচার নিয়ে আসছে। শীঘ্রই নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। সূত্রের খবর পরীক্ষামূলকভাবে whatsapp.web এবং ডেস্কটপের কিছুটা বিটা ইউজার খুব তাড়াতাড়ি নতুন দুটি ফিচার পাবেন। সেটা হল ভয়েস এবং ভিডিও কলিং ফিচার।

আরও পড়ুন দুয়ারের সরকারে নাম নথিভুক্ত করলেন এক কোটি মানুষ

পরীক্ষামূলক ব্যবহার সফল হলে সাধারণ ব্যবহারকারীরা এই ফিচার দুটি উপভোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপে এই ফিচারটি যোগ হলে হোয়াটসঅ্যাপ, জুম, গুগল মিট এদের প্রতিযোগী হয়ে উঠবে। হোয়াটসঅ্যাপে ভয়েস এবং ভিডিও কলিং এর জন্য অন্য কোন অ্যাপ খোলার দরকার পড়বে না।

যদি কোন ইউজার এর কাছে ভিডিও কল আসে তাহলে স্ক্রিনে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে। একসেপ্ট বা ডিক্লাইন অপশন পাবেন। কিউ আর কোড স্ক্যান করে হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণে লগইন করতে পারবেন। একইভাবে লগইন করলেই ব্যবহার করতে পারবেন এই ফিচার।

You may also like

Leave a Reply!