TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আগামীকাল বছরের তৃতীয় চন্দ্রগ্রহণ

৫ই জুলাই রবিবার, এবছরের তৃতীয় চন্দ্রগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। প্রায় ২ ঘন্টা ৪৩ মিনিটের জন্য স্থায়ী হবে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। আগামীকাল চন্দ্রগ্রহণের পাশাপাশি গুরু পূর্ণিমা যোগ রয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, রবিবার সকাল ৮.৩৭ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে। থাকবে দুপুর ২.৪৩ মিনিট অব্দি। বেলা ১১.২২ মিনিট নাগাদ নিজের শীর্ষ অবস্থানে থাকবে চন্দ্রগ্রহণ। অবশ্য ভারতীয় সময় অনুযায়ী দিনের বেলা হওয়ায় এই চন্দ্রগ্রহণকে চাক্ষুষ দেখতে পারবেননা ভারতীয়রা।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর দাবি মেনে নিল কেন্দ্র, বাংলায় আসবে না ৬ শহরের বিমান

সূর্যকে প্রদক্ষিণ করতে করতে, যখন পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে একই সরলরেখায় আসে, তখন পৃথিবীর ছায়ায় থাকাতে সূর্যের আলো পৌঁছাতে পারে না চাঁদের পৃথিবীর দিকে থাকা অংশে। তখন পৃথিবী থেকে চাঁদের সেই অংশটি দৃশ্যমান থাকে না। এর ফলে চন্দ্রগ্রহণ হয়।

ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগর সংলগ্ন অঞ্চল ও আন্টার্টিকায় এই চন্দ্রগ্রহণ দেখতে পারবেন স্থানীয়রা। যেহেতু ভারতে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না তাই ভারতবাসীর ওপর চন্দ্রগ্রহণ এর কোনো প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।