TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ক্ষোভ থাকতেই পারে, আলোচনার মাধ্যমে মিটবে, বৈঠকের পর রাজীব

বঙ্গ নিউস, ১৩ ডিসেম্বর, ২০২০ঃ কয়েকদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে তৃণমূলের আরেক হেভিওয়েট মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য ‘খারাপকে ভালো আর ভালো কে খারাপ বলার স্তাবকতায় আমি বিশ্বাসী নই , সুতরাং নম্বর কম’। রাজ্যের বনমন্ত্রীর এই মন্তব্যের পরই তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তবে কি এবার শুভেন্দু অধিকারীর পথ অনুসরণ করবেন রাজীব বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন জাতীয় সঙ্গীত বদলের পরামর্শ সুব্রহ্মণ্যম স্বামীর

যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব ছাড়েননি, কিন্তু তাঁর মানভঞ্জনে আজ বৈঠক ডাকল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বৈঠকের পর রাজীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দলের রণনীতি নিয়ে আলোচনা হয়েছে। তবে তাঁর ইঙ্গিতপূর্ণ বক্তব্য গণতান্ত্রিক পদ্ধতিতে দলের মধ্যে ক্ষোভ থাকেই। তা আলোচনার মাধ্যমেই মিটবে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে স্পষ্ট তিনি শীর্ষ নেতৃত্বের সঙ্গে আরও আলোচনা চান। তৃণমূলের তরফেও তাঁকে জানানো হয়েছে তিনি রাজ্যের গুরত্বপূর্ণ মন্ত্রী, দল তাঁকে বেশী করে কাজে লাগাতে চায়। আগামীতে একসঙ্গে অনেক কাজ করতে হবে। তবে ফের আলোচনার সম্ভাবনা রয়েছে ।