কলকাতা, ১৩ ই অগাস্ট, ২০২০ : মঞ্চে মাইক হাতে কেবল রাজনৈতিক বক্তৃতাই নয়, গানের সুরেও শ্রোতাদের মন জয় করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী হয়ে সুনিপুণ হাতে সামলাচ্ছেন দপ্তর, এরই সঙ্গে দেশের সেনা জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে কখনও গান, কখনও আবৃত্তি শোনা যায় তার গলায়।
আরও পড়ুন পরিচারিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বসিরহাটের বিজেপির নেতা
এই রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা দিবস উপলক্ষে এবার গান গেয়ে ভারতীয় সেনাদের প্রতি তাঁর অন্তরিক শ্রদ্ধাজ্ঞাপন করলেন। সম্পূর্ণ গানটি ৫ মিনিটের। গানের শুরু হচ্ছে জাতীয় পতাকার ছবি দিয়ে, গানের সাথে গোটা অ্যালবাম জুড়ে রয়েছে ভারতীয় সেনাদের বীরত্বের কিছু মুহূর্ত।
দেখুন ভিডিও
জুন মাসে পূর্ব লাদাখে সীমান্ত সংঘর্ষে প্রাণ হারিয়েছিল ভারতের ২০ জন জওয়ান। রাজীব জানান, শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দেশেই তিনি এই গান গেয়েছেন। এই গানটি লিখেছেন সুজয় গোস্বামী। সুরও করেছেন তিনিই। এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে।