Home দেশ জাতীয় সঙ্গীত বদলের পরামর্শ সুব্রহ্মণ্যম স্বামীর

জাতীয় সঙ্গীত বদলের পরামর্শ সুব্রহ্মণ্যম স্বামীর

by banganews

দিল্লি, ১৩ ডিসেম্বর, ২০২০ঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বরাবরই আপত্তি রয়েছে বিজেপির। এবার জাতীয় সঙ্গীত বদলের কথা বললেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। এই নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দার ঝড় উঠেছে। নেটিজেনদের প্রশ্ন এভাবে কি জাতীয় সঙ্গীত বদলে ফেলা যায়? অবশ্য স্বামী যুক্তি দিয়েছেন জাতীয় সঙ্গীতে বেশ কিছু শব্দ আছে যা দ্বন্দ্ব তৈরি করে। তাই ‘জনগনমন’ বদলে সুভাষ চন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশানাল আর্মি-র গানটিকে পছন্দ করছেন তিনি।

আরও পড়ুন গ্রেপ্তার রিপাবলিক টিভির CEO

জনগণমন’র আদলে লেখা আইএনএ-র জাতীয় সঙ্গীত ‘কাওয়ামি তারানা’র প্রথম পংক্তি ছিল ‘শুভ সুখ চ্যায়েন’। এই গানটিই ব্যবহারের পক্ষে সওয়াল করেছেন স্বামী। এই বিষয় প্রধানমন্ত্রীকে একটি দুপাতার চিঠিও লিখেছেন সাংসদ। তবে রবীন্দ্রনাথ কে নিয়ে বিজেপি বা সঙ্ঘের আপত্তি থাকলেও ভোটের কারণেই হোক বা এমনি প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বারবার বিশ্বকবিকে গুরত্ব দিয়েছেন। সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী জাতীয় সঙ্গীত বদল নিয়ে দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের বক্তব্যের উল্লেখ করেছেন। ১৯৪৯ সালে রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন, জাতীয় সঙ্গীতের শব্দ পরিবর্তন বা সংশোধন করা যেতে পারে। স্বামী আশা করছেন আগামী ২৩ জানুয়ারির মধ্যে এই বিষয় পদক্ষেপ নেবে মোদী সরকার। তবে নির্বাচনের আগে জাতীয় সঙ্গীতের বিষয় নিয়ে আদৌ কি কোনো পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার সেটাই এখন দেখার।

You may also like

Leave a Reply!