TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

করোনার সেকেন্ড ওয়েভ আছড়ে পড়েছে বাংলাদেশে: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২০:  করোনা নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে বাংলাদেশে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় পর্যায় শুরু হয়ে গিয়েছে। করোনা মোকাবিলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন ভোররাত্রে একাধিক বিস্ফোরণ ONGC প্লান্টে

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী শীতের মরশুমে জনসমাগম এড়াতে হবে।
পিকনিক, ঘুরতে যাওয়া, বিয়ে সহ নানা অনুষ্ঠানে করোনার সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। তাই, এইসব অনুষ্ঠান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

আরও পড়ুন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে নজরদারি করছে এই সব অ্যাপ

করোনা মোকাবিলায় দেশের মানুষকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন। জীবন ও জীবিকার তাগিদে মানুষকে ঘরের বাইরে বেরোতেই হবে। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলায় উদাসীনতা দেখলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি দেশবাসীকে সতর্ক করেছেন।
এখনও পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা 3 লাখ 53 হাজার 844 জন এবং মোট মৃতের সংখ্যা পাঁচ হাজার 44 জন।