TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ঘোষণা করা হল আইপিএল ২০২০ এর সময়সূচী

আবু ধাবি, ২৭ অগাস্ট, ২০২০ : সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) শুরু হচ্ছে আইপিএল ২০২০। ইতিমধ্যেই সবকটি দল গিয়ে পৌঁছেছে সেখানে। শুরু হয়েছে খেলার প্রস্তুতিও। এবার আইপিএলের সূচি ঘোষণা করল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ গভর্নিং কাউন্সিল। বাকি দলগুলির পাশাপাশি কলকাতার ক্রিকেটপ্রেমীরা বুকভরা আশা নিয়ে তাকিয়ে আছে দীনেশ বাহিনীর দিকে।

আইপিএল শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর শনিবার। ২০১৯ সালের ফাইনালিস্ট দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু হবে। ৫৩ দিন চলবে খেলা। ১০ নভেম্বর হবে ফাইনাল। মুম্বাই ইন্ডিয়ানস ও কেকেআর রয়েছে আবু ধাবিতে, সুরক্ষার প্রশ্নে আরও সপ্তাহ খানেক তাদের থাকতে হবে হোটেলে। বাকি ফ্র‍্যাঞ্চাইজি গুলি ইতিমধ্যে গিয়ে পৌঁছেছে দুবাইয়ে।

আরও পড়ুন NEET JEE নিয়ে রাজ্যপালের নীরবতাতে প্রশ্ন তুললেন নুসরত

নাইট ভক্তদের জন্য একঝলকে দেখে নেওয়া যাক কেকেআর’র ম্যাচের সময় সূচি :

২০ সেপ্টেম্বর (রবিবার/১৯:৩০)–রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
২৩ সেপ্টেম্বর (বুধিবার/১৯:৩০) – দিল্লি ক্যাপিটালস, ১৯:৩০
২৭ সেপ্টেম্বর (রবিবার/১৫:৩০) – চেন্নাই সুপার কিংস
২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার/১৯:৩০) – রাজস্থান রয়্যালস
৩ অক্টোবর (শনিবার/১৯:৩০) – মুম্বই ইন্ডিয়ান্স
৬ অক্টোবর (মঙ্গলবার/১৯:৩০) – সানরাইজার্স হায়দরাবাদ
৯ অক্টোবর (শুক্রবার/১৯:৩০) – দিল্লি ক্যাপিটালস
১৩ অক্টোবর (মঙ্গলবার/১৯:৩০) – কিংস ইলেভেন পঞ্জাব
১৬ অক্টোবর (শুক্রবার/১৯:৩০) – কিংস ইলেভেন পঞ্জাব
১৮ অক্টোবর (রবিবার/১৯:৩০) – মুম্বই ইন্ডিয়ান্স
২২ অক্টোবর (বৃহস্পতিবার/১৯:৩০) – রাজস্থান রয়্যালস
২৭ অক্টোবর (মঙ্গলবার/১৯:৩০) – চেন্নাই সুপার কিংস
৩১ অক্টোবর (শনিবার/১৯:৩০) – রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
৪ নভেম্বর (বুধবার/ ১৯:৩০) – সানরাইজার্স হায়দরাবাদ