Home কলকাতা NEET JEE নিয়ে রাজ্যপালের নীরবতাতে প্রশ্ন তুললেন নুসরত

NEET JEE নিয়ে রাজ্যপালের নীরবতাতে প্রশ্ন তুললেন নুসরত

by banganews

কলকাতা, ২৭ অগাস্ট, ২০২০ : নিট ও জয়েন্ট নিয়ে মোদি সরকারের সিদ্ধান্তে আপনি চুপ কেন?’, রাজ্যপাল জগদীপ ধনকড়কে খোঁচা তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানের।

আরও পড়ুন টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস, প্রচারে অভিনবত্ব

প্রায় প্রতিটি বিষয়কে কেন্দ্র করেই রাজ্য বনাম রাজ্যপাল বিতর্ক জারি থাকে। বহু টুইট বার্তায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে নিজের ক্ষোভও উগরেছেন তিনি। তবে সাম্প্রতিককালে NEET ও JEE নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি তাকে। সেই বিষয়টিকে সামনে রেখেই এবার রাজ্যপালকে কাঠগড়ায় তুললেন তৃণমূল সাংসদ নুসরত।

নুসরত বলেন “NEET এবং JEE সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের হঠকারী সিদ্ধান্ত নিয়ে আপনার মৌনতা আমাকে হতবাক করেছে ধনকড়জি! অন্তত এবার রাজ্যের পড়ুয়াদের জন্য কিছু বলুন, এই মহামারী পরিস্থিতিতে তারা প্রচণ্ড সমস্যার সম্মুখীন”।

আরও পড়ুন জিএসটি কাউন্সিলের বৈঠক, থাকছেন বাংলার অর্থমন্ত্রী

মারণব্যধির প্রকোপে যেখানে জনজীবন ওষ্ঠাগত, তখন পরীক্ষা হওয়া কতটা যুক্তিসম্মত এই প্রশ্ন থেকেই যাচ্ছে। উদ্বিগ্ন অভিভাবকরাও। এমতাবস্থায় ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি এন্ট্রাস পরীক্ষা পিছনোর দাবি তুলে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হলে দেশের শীর্ষ আদালত তা খারিজ করে দিয়েছে।

You may also like

Leave a Reply!