মুম্বই, ২২ অগাস্ট, ২০২০: করোনার কারণে ভারতীয় ক্রিকেটের সূচিতে বিশেষ কোনও পরিবর্তন হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলি বলেছেন, আরব আমিরশাহিতে আইপিএল খেলার পরই ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় যাবে ভারতীয় দল। এরপর ২০২১-এর ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ড সফর। এপ্রিল মাসে ফের আইপিএল।
আরও পড়ুন আমিরশাহীতে বাড়ছে সংক্রমণ, কড়া নিরাপত্তায় ক্রিকেটাররা
তবে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে এখনও ভাবনাচিন্তা চলছে। খুব শীঘ্রই এবিষয়ে বিস্তারিত সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিসিসিআই।
ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের সঙ্গে পাঁচটি টেস্ট খেলার কথা ভারতের। বিসিসিআই প্রধান জানিয়েছেন, সেই হিসেব একই থাকছে। কোনও নড়চড় হবে না।
আরও পড়ুন ফের খতিয়ে দেখা হোক সুশান্তের ফরেন্সিক রিপোর্ট, এইমসকে আর্জি সিবিআই-এর
তবে ঘরোয়া ক্রিকেট আপাতত স্থগিত থাকবে বলে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ঘরোয়া লিগ কবে থেকে শুরু করা যাবে, বিশেষজ্ঞ এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে তা ঠিক করা হবে। সৌরভ আশা করছেন, করোনার প্রভাব কিছুটা স্তিমিত হয়ে এলে তবেই ঘরোয়া লিগ শুরু করা সম্ভব হবে।