TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

জ্বালানির দাম বাড়ছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির আশঙ্কায় মধ্যবিত্তরা

বঙ্গ নিউস, ৫ ডিসেম্বর, ২০২০ঃ মধ্যবিত্তের সবচেয়ে কাছের সঙ্গী আলু ৪০ এর গণ্ডি পেরিয়েছে। একটু আলুভাতে খাওয়ারও উপায় নেই মধ্যবিত্ত বাঙালির। এরই মধ্যে ফের বাড়ল ডিজেল পেট্রোল ও গ্যাসের দাম। জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাবে , এই আশঙ্কায় দিন গুনছে মধ্যবিত্তরা। সপ্তাহের শেষে বাড়ল পেট্রোলের দাম। আজ ২৬ পয়সা বৃদ্ধি পেয়ে পেট্রোলের দাম হয়েছে ৮৪ টাকা ৬৩ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। এখন ডিজেলের দাম যাচ্ছে ৭৬ টাকা ৮৯ পয়সা। গত দুসপ্তাহে পেট্রোলের দাম ২ টাকা ৪ পয়সা ও ডিজেলের দাম ২ টাকা ১০ পয়সা বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন বাইক আরোহীদের জন্য নতুন নিয়ম জারি করল কলকাতা পুলিশ, জেনে নিন কী সেই নিয়ম

এদিকে রান্নার গ্যাসের দাম একলাফে ৫০ টাকা বেড়ে গেছে। এই পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যেকোনো মুহুর্তেই বাড়তে পারে। অন্যদিকে সূত্রের খবর লিটার প্রতি পেট্রল ও ডিজেলের উপরে ৩ থেকে ৬ টাকা আবগারি শুল্ক চাপাতে পারে কেন্দ্র। কোভিড ১৯ তহবিলে অর্থ যোগানোর জন্য এই শুল্ক চাপানো হবে বলে মনে করা হচ্ছে। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।