কলকাতা, ৫ ডিসেম্বর, ২০২০ঃ রাস্তায় বাইক নিয়ে বেরিয়েছেন কিন্তু হেলমেট নেই, এবার এই ধরনের বাইক আরোহীদের জন্য কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ। নো হেলমেট নো পেট্রোল – এই নিয়ম চালু করতে চলেছে কলকাতা পুলিশ। যদিও ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ম চালু করেছিলেন। পেট্রোল পাম্পগুলিতে মেনে চলা হচ্ছিল সেই নিয়ম। কিন্তু আসতে আসতে তা বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন কেন্দ্র-কৃষক বৈঠকের আগে প্রধানমন্ত্রীর বাড়িতে জরুরি আলোচনা
এবার কলকাতা পুলিশ এই উদ্যোগ নিয়েছে। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা জানিয়েছেন অনেকেই হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়ে পড়ছেন, এমনকি পিলিয়ান রাইডারও হেলমেট ছাড়াই সফর করছেন। ট্রাফিক আইন ভাঙছেন বহু মানুষ। এবার সেই নিয়মে বদল আনতে কড়া হচ্ছে কলকাতা পুলিশ। হেলমেট ছাড়া কোনো বাইকআরোহী পেট্রোল পাম্পে গেলেও তেল দেওয়া হবে না। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কে মেনে চলতে হবে এই নিয়ম। আগামী ৮ ডিসেম্বর থেকে লাগু হচ্ছে এই নিয়ম।