Home কলকাতা ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

by banganews

বঙ্গ নিউস, ১৫ ডিসেম্বর, ২০২০ঃ আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম। ফের দুশ্চিন্তায় সাধারণ মানুষ। চলতি মাসের ২ তারিখে একধাক্কায় গ্যাসের দাম বেড়েছিল ৫০ টাকা। ফের দুসপ্তাহের মাথায় আরও ৫০ টাকা বৃদ্ধি পেল গ্যাসের দাম। কলকাতায় ভর্তুকিহীন গ্যাসের দাম বেড়ে হল ৭২০ টাকা ৫০ পয়সা। চলতি বছরের ফেব্রুয়ারিতে গ্যাসের দাম সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছিল ১৪৯ টাকা, এরপর জুনে ফের ৩২ টাকা বৃদ্ধি পায় আর জুলাইয়ে বৃদ্ধি পায় ৪ টাকা ৫০ পয়সা। ফের বছরের শেষে দুদফায় গ্যাসের দাম বাড়ল ১০০ টাকা।

আরও পড়ুন গরু পাচার কাণ্ডে চার বিএসএফ কর্তাকে তলব

বিভিন্ন তেল সংস্থার দাবি প্রয়োজনের থেকে গ্যাসের দাম কম বৃদ্ধি পেয়েছে কিন্তু এইহারে দাম বৃদ্ধি পাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে। এছাড়াও ভর্তুকীসহ ১৪.২ কেজি গ্যাসের দাম এতটাই বেড়েছে যে ভর্তুকি প্রায় থাকছে না বললেই চলে। তবে সরকারি সূত্রের দাবি দাম বাড়িয়ে ভর্তুকি কমানোয় সরকারের ২২ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। লকডাউনের পরে মোদি সরকার আট কোটি গরীব পরিবারের জন্য প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে সিলিন্ডারের ঘোষণা করেছিল। কিন্তু এখনও ১৮ কোটি পরিবার গ্যাসের ভর্তুকি থেকে বঞ্চিত। এই পরিস্থিতিতে ফের রান্নার গ্যাসের দাম বাড়ায় চিন্তায় মধ্যবিত্তরা।

You may also like

Leave a Reply!