TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

করোনা আক্রান্তদের অনলাইন মনিটরিং এর জন্য আসছে পোর্টাল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এখন প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে কারণ আগে কম টেস্ট হচ্ছিল৷ এখন বেশি টেস্ট হচ্ছে৷ ৩০ টি বড় ল্যাব এবং ২৬ টি ছোটো ল্যাবে এখন প্রতিদিন টেস্ট করা হচ্ছে৷ বড় ল্যাবে প্রায় ১৬-১৭ হাজার টেস্ট হচ্ছে রোজ তাই ২ হাজার মতন পসিটিভ কেস ধরা পড়বে৷

আরও পড়ুন তৃণমূলের মুখপাত্র হলেন নুসরত জাহান, কুণাল ঘোষ

বাংলায় চিকিৎসা করাতে বাইরে থেকেও মানুষ আসছেন৷ তাই আক্রান্তের সংখ্যা বেশি হওয়ার এটাও একটা কারণ।

২৪×৭ হেল্পলাইন নম্বর ১৮০০৩১৩৪৪৪২২২ এই নম্বরে ফোন করলেই টেলি মেডিসিন এবং এ্যাম্বুলেন্স পাওয়া যাবে৷

৩১ জুলাই একটি পোর্টাল চালু হচ্ছে অনলাইন মনিটরিং এর জন্য৷ ক্রিটিকাল কন্ডিশন থাকলে তাদের দেখভাল করা হবে৷

৩১ আগস্ট অবধি স্কুল কলেজ সব বন্ধ থাকবে৷ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস তাই পরিস্থিতি স্বাভাবিক হলে পুজোর আগে একমাস ক্লাস হতে পারে৷

১৫ আগস্ট এর অনুষ্ঠান ছোটো করে হবে৷ সরকারি বেসরকারি চাকরি যারা করেন সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে কাজ করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷