Home Uncategorized করোনা আক্রান্তদের অনলাইন মনিটরিং এর জন্য আসছে পোর্টাল

করোনা আক্রান্তদের অনলাইন মনিটরিং এর জন্য আসছে পোর্টাল

by banganews

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, এখন প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে কারণ আগে কম টেস্ট হচ্ছিল৷ এখন বেশি টেস্ট হচ্ছে৷ ৩০ টি বড় ল্যাব এবং ২৬ টি ছোটো ল্যাবে এখন প্রতিদিন টেস্ট করা হচ্ছে৷ বড় ল্যাবে প্রায় ১৬-১৭ হাজার টেস্ট হচ্ছে রোজ তাই ২ হাজার মতন পসিটিভ কেস ধরা পড়বে৷

আরও পড়ুন তৃণমূলের মুখপাত্র হলেন নুসরত জাহান, কুণাল ঘোষ

বাংলায় চিকিৎসা করাতে বাইরে থেকেও মানুষ আসছেন৷ তাই আক্রান্তের সংখ্যা বেশি হওয়ার এটাও একটা কারণ।

২৪×৭ হেল্পলাইন নম্বর ১৮০০৩১৩৪৪৪২২২ এই নম্বরে ফোন করলেই টেলি মেডিসিন এবং এ্যাম্বুলেন্স পাওয়া যাবে৷

৩১ জুলাই একটি পোর্টাল চালু হচ্ছে অনলাইন মনিটরিং এর জন্য৷ ক্রিটিকাল কন্ডিশন থাকলে তাদের দেখভাল করা হবে৷

৩১ আগস্ট অবধি স্কুল কলেজ সব বন্ধ থাকবে৷ ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস তাই পরিস্থিতি স্বাভাবিক হলে পুজোর আগে একমাস ক্লাস হতে পারে৷

১৫ আগস্ট এর অনুষ্ঠান ছোটো করে হবে৷ সরকারি বেসরকারি চাকরি যারা করেন সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ক পরে কাজ করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

You may also like

Leave a Reply!