TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

জাতীয় শিক্ষানীতির কার্যকারিতা সম্পর্কে মতামত জানতে চিঠি পাঠাল শিক্ষা দফতর

দিল্লি, ২৩ অগাস্ট, ২০২০ঃ জাতীয় শিক্ষানীতি (ন্যাশনাল এডুকেশন পলিসি, NEP) কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে শিক্ষক, অধ্যাপকদের মতামত চাওয়া হল। সমস্ত রাজ্যের শিক্ষা সচিবের কাছে চিঠি পাঠিয়েছে শিক্ষা দফতর।
জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন হবে কীভাবে , এই বিযয়ে নিয়ে শিক্ষক, অধ্যক্ষদের কাছে চাওয়া হল মতামত।আগের শিক্ষাব্যবস্থার সঙ্গে ৩টি বছর যোগ দেওয়া হয়েছে। পাঠদানের পদ্ধতি, পাঠক্রমের ঘরানায় বড় পরিবর্তন এসেছে।

আরও পড়ুন শিথিল হল বিধি নিষেধ, চালু আন্তর্জাতিক বিমান পরিবহনের নয়া নীতি

 

আগে ছিল ১০+২, এবার হল ৫+৩+৩+৪।
আগে কলা, বাণিজ্য, বিজ্ঞান- এই তিনটি বিভাগ ছিল। একাদশ, দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করানো হত যে কোন একটি বেছে নিতে হত৷ এখন কোনও কলা বিভাগের ছাত্র ভালোবেসে রসায়ন পড়তে পারবে আবার কোনও রসায়নের ছাত্র ফ্যাশন টেকনোলজিকেও নিজের বিষয় হিসাবে বেছে নিতে পারবে। পড়াশোনার মাঝে সাময়িক বিরতি নিলেও ফের নতুন করে সেখান থেকে শুরু করা যাবে।

আরও পড়ুন করোনার জেরে ভারতীয় ক্রিকেটের সূচিতে বদল নয়: সৌরভ

অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট তৈরি হবে
পড়ুয়াদের জন্য। ৫ বছরের ইন্টিগ্রেটেড স্নাতক ও স্নাতকোত্তর স্তর। এম এর পর ২ বছরের এম ফিল উঠে যাচ্ছে।