নয়াদিল্লি ২৩ অগাস্ট ২০২০ : বৈশ্বিক স্তরে করোনা ভাইরাস সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় একাধিক দেশ আন্তর্জাতিক বিমান পরিষেবার উপর জারি করা বিধি নিষেধ আংশিক শিথিল করেছে। এয়ার বাবল অ্যারেঞ্জমেন্টের (Air Bubble Arrangement) সাহায্যে ভারত ; মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, ইউনাইটেড কিংডম এবং সংযুক্ত আরব আমিরশাহির মত ব্যবসায়িক সম্পর্কে অন্বিত দেশগুলির মধ্যে আন্তর্জাতিক বিমান পরিবহন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট দেশ এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের বেশ কিছু নির্দেশাবলী মেনে তবেই উড়ান অনুমোদন পাবে।
আরও পড়ুন স্বামীর ভালোবাসায় অতিষ্ঠ! বিচ্ছেদ চান স্ত্রী
‘এয়ার বাবল’ হল একটি বিশেষ ধরনের অব্যাহতি পত্র যা ভারত এবং চুক্তিবদ্ধ দেশের মধ্যে একটি বাণিজ্যিক ‘ট্রাভেল করিডোর’ উন্মুক্ত করবে। আন্তর্জাতিক স্তরে স্বীকৃত টেস্টিং প্রটোকল এবং অপেক্ষাকৃত শিথিল হওয়া কোয়ারেন্টাইন বিধিনিষেধ মেনে এই পরিবহন অর্থনীতিকে চাঙ্গা করার স্বার্থে চালু করা হচ্ছে।
ভারতের পক্ষ থেকে এয়ার ইন্ডিয়া দেশের বাইরে লন্ডন, বার্মিংহাম, ফ্রাংকফুট, প্যারিস, নিউইয়র্ক সানফ্রান্সিসকো, শিকাগো, ওয়াশিংটন ডিসি প্রভৃতি বিমানবন্দরকে ভারতের দিল্লি, মুম্বাই, আমেদাবাদ, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কচি, অমৃতসর, তিরুবনন্তপুরম ইত্যাদি বিমানবন্দরের সঙ্গে বায়ু পথে যুক্ত করবে।
ভারতীয় বিমানবন্দরগুলোতে অবতরণের জন্য
কেবলমাত্র ইউনাইটেড এয়ারলাইন্স, এয়ার ফ্রান্স, লুফথানসা, এয়ার কানাডা, এমিরেটস, ইটিহাদ এবং ভার্জিন আটলান্টিক এয়ারলাইনসকে অনুমোদন দেওয়া হবে।
আরও পড়ুন দুর্গা হয়ে আসছেন মিমি চক্রবর্তী
এতদিন পর্যন্ত উপযুক্ত কারণ দাখিল করতে পারা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়ানদের(OCI) ভারতে প্রবেশ করার জন্য অনুমতি মিলেছে। এখন থেকে যেকোনো ওসিআই কার্ড হোল্ডাররাই ভারতে প্রবেশ করতে পারবেন। অভারতীয় নাগরিকদের জন্য বৈদেশিক বাণিজ্য সূত্রে ভারতে আসতে ইচ্ছুক ব্যক্তিবর্গ, এছাড়াও স্বাস্থ্য গবেষক, স্বাস্থ্য পরিষেবায় নিয়োজিত বিশেষজ্ঞ, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান ব্যাংকিং এবং ননব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টর ও বিদেশি ফার্মগুলিকেও ভারতে আসার ভিসা দেওয়া হবে। কেবলমাত্র স্পোর্টস পার্সেনদের জন্য ইস্যু করা B-3 ভিসার জন্য এখনো বিধিনিষেধ আরোপিত রয়েছে।