TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

শুরু হয়ে যাচ্ছে তৎকাল টিকিট বুকিং 

লকডাউনের পর এবার যাত্রীদের জন্য তৎকাল টিকিট বুকিংয়ের পরিষেবা চালু করল ভারতীয় রেল । বিশেষ প্যাসেঞ্জার ট্রেন ও এসি স্পেশ্যাল ট্রেনের তৎকাল টিকিট বুকিংয়ের পরিষেবা সোমবার থেকে চালু করে দেওয়া হয়েছে । সেন্ট্রাল রেলের PRO শিবাজি সুথার জানিয়েছেন, ৩০ জুন ও তার পর থেকে যে ট্রেন চলবে তার ক্ষেত্রে এই সুবিধা মিলবে । স্পেশ্যাল ট্রেন যার নম্বর ০ থেকে শুরু হবে, তাতে বুকিং করা যাবে ।
আরও পড়ুন : ডাউনলোড করা যাবে না চিনা অ্যাপ, আর যাঁদের ফোনে রয়েছে, কী হবে?
সকাল ১০টা থেকে এসি ক্লাস ও ১১ থেকে স্লিপার ক্লাসের জন্য তৎকাল টিকিট বুকিং করা যাবে । আপাতত ১২ অগাস্ট পর্যন্ত সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকবে । বিশেষ কিছু ট্রেনই চলবে এই সময়ে । রেলের তরফে জানানো হয়েছে, সমস্ত প্যাসেঞ্জার সার্ভিস ট্রেন যার মধ্যে মেল ও এক্সপ্রেস ট্রেন সামিল রয়েছে ১২ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে । রেলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ১২ অগাস্ট পর্যন্ত কেবল স্পেশ্যাল ট্রেন চলবে ।
যাত্রা করার ২৪ ঘন্টা আগে করা যাবে টিকিট বুকিং। ১ জুলাই যাত্রা করার হলে ৩০  জুন ১০ টা থেকে ১১ টার মধ্যে লগ ইন করতে হবে৷  মনে রাখতে হবে তৎকাল টিকিট দ্রুত বিক্রি হয়ে যায়৷ আইডি প্রুফ বা পরিচয়ের প্রমাণপত্র দেখানো আবশ্যক।
যে সব তৎকাল টিকিট বুকিং করার পর কনফার্ম হবে সেগুলি পরবর্তীকালে যাত্রী বাতিল করলেও টিকিটের মূল্য ফেরত পাবেন না।