TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

 মানসিক অসুখের বিমা কোথায়? কেন্দ্রের কাছে সুপ্রিম নোটিস

মানসিক অবসাদে বহু মানুষই আত্মহত্যা করছেন৷ শুধু তা-ই নয়, মানসিক অবসাদে শরীরে বাসা বাঁধছে নানা মারণ রোগও৷ করোনা ভাইরাস অতিমারির জেরে তৈরি হওয়া আর্থিক সঙ্কটে গোটা পৃথিবীতেই বাড়ছে অবসাদ, দুশ্চিন্তা৷ এ হেন পরিস্থিতিতে মানসিক অসুখকে রীতিমতো গুরুত্ব দিয়ে দেখার সময় এসে গিয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷
এ বার সরব হল ভারতীয় সুপ্রিম কোর্টও। মানসিক স্বাস্থ্যের চিকিত্‍সা ব্যবস্থা নিয়ে কেন্দ্রকে নোটিস পাঠাল শীর্ষ আদালত। সেই নোটিসে কেন্দ্রের কাছে জানতে চাওয়া হয়েছে, কেন মানসিক স্বাস্থ্যে স্বাস্থ্যবিমা নেই? বিমা নিয়ন্ত্রক সংস্থা আইআরডিএআই-কেও নোটিস পাঠিয়ে জানতে চেয়েছে দেশের শীর্ষ আদালত৷

আরও পড়ুন কীভাবে বুঝবেন আপনার মনখারাপ নয়,ডিপ্রেশন নামের একটা অসুখ হয়েছে? কী বলছেন ডাক্তার মৈনাক পাল?

মনের অসুখ যে ভয়াবহ আকার নিতে পারে, তা স্বীকার করে সুপ্রিম কোর্টের কেন্দ্র ও আইআরডিএআই-এর কাছে জানতে চেয়েছে, কোনও ব্যক্তি মানসিক ভাবে অসুস্থ হলে বা মনের অসুখ হলে বিমার কভারেজ কেন বাড়ানো উচিত, তা বিস্তারিত জানান আদালতকে৷ এই মামলার পরবর্তী শুনানি হবে দু সপ্তাহ পরে৷