TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

দোষীদের শাস্তি দৃষ্টান্ত হয়ে থাকবে , নীরবতা ভেঙ্গে বললেন যোগী আদিত্যনাথ

হাথরাস গণধর্ষণ কাণ্ডে চারিদিকে একটাই কথা শোনা যাচ্ছে ‘জাস্টিস ফর মনীশা’। গত কয়েকদিনে তোলপাড় হয়ে গেছে উত্তরপ্রদেশ। হাথরাস এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে যোগী প্রশাসনের ভূমিকা নিয়ে। কাল কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে হাথরাসে নির্যাতিতার বাড়িতে যাওয়ার পথে আটক করে উত্তরপ্রদেশ পুলিশ। এই নিয়ে শুরু হয় বিতর্ক। প্রশ্ন ওঠে যোগী প্রশাসন কি ভয় পাচ্ছে, আজ ফের হাথরাসে পুলিশি নিগ্রহের মুখে পরে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন সহ কাকলি ঘোষ দস্তিদার , মমতা ঠাকুর। ডেরেক ও ব্রায়েনকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় মাটিতে। সংবাদমাধ্যমকে আটকে দেওয়া হয়। সারা দেশের রাজনীতি উত্তাল হয়ে ওঠে, যোগীর পদত্যাগ দাবী করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।

আরও পড়ুন এসপি‘কে ভারতরত্ন: এবার দাবি অন্ধ্রের মুখ্যমন্ত্রীরও

গত দুদিনে একটা বাক্যও ব্যয় করেনি যোগী আদিত্যনাথ তবে আজ নীরবতা ভেঙ্গে নিজেই টুইট করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন “উত্তরপ্রদেশের মা বোনেদের আত্মসম্মান খর্ব করার কথা যারা ভাববে তাঁদের বিনাশ নিশ্চিত। তারা এমন শাস্তি পাবে যা ভবিষ্যতে দৃষ্টান্ত হয়ে থাকবে। উত্তরপ্রদেশ সরকার প্রতিটি মা বোনের সুরক্ষা ও উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এটা আমাদের সংকল্প, এটা আমাদের প্রতিজ্ঞা”। অন্যদিকে এক সংবাদমাধ্যম দাবী করেছে নির্যাতিতার পুরো বাড়ি ঘিরে রেখেছে পুলিশ বাহিনী , তাঁদের কারও সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না। নির্যাতিতার ভাইয়ের কথায় তাঁদের পরিবারের কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না। এমনকি তাঁদের ফোন বন্ধ করে রাখা হয়েছে।