TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি

দিল্লি, ১১ অগাস্ট, ২০২০: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্বাস্থ্যের অবস্থা আরও সংকটজনক। ভেন্টিলেশন সাপোর্ট-এ রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, তাঁর মস্তিষ্কের রক্ত জমাট বাধার কারণে এক জীবনদায়ী অস্ত্রোপচার হয়। এরপর প্রণববাবুর স্বাস্থ্যের আরও অবনতি হয়।

সংকটজনক অবস্থাতেই সোমবার প্রাক্তন রাষ্ট্রপতিকে দিল্লির এক সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। ‘আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হসপিটাল’ নামে এই হাসপাতালের তরফে জানানো হয়, প্রণববাবুকে এমার্জেন্সি ভেন্টিলেটরি সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে। তিনি কোভিড পজিটিভ বলেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও পড়ুন টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু ফ্রান্সের

সোমবার দুপুরেই প্রণববাবু নিজে টুইট করে তাঁর কোভিড পজিটিভ হওয়ার খবর দেন। সেখানে তিনি লেখেন, ইতিমধ্যেই তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা প্রত্যেকেই যেন কোভিড পরীক্ষা করে নেন।

এদিকে প্রণববাবুর আরোগ্যকামনায় তাঁর মাতৃভূমি কীর্ণাহারে পুজো ও যজ্ঞ শুরু হয়ে গেছে। স্থানীয় জপেশ্বর মন্দিরে চলছে নানা ধর্মীয় কর্মকাণ্ড।