Home দেশ এখনও আশঙ্কাজনক প্রণববাবু, ভালো খবর দিল না সেনা হাসপাতাল

এখনও আশঙ্কাজনক প্রণববাবু, ভালো খবর দিল না সেনা হাসপাতাল

by banganews

দিল্লি ১৭ অগাস্ট : প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। সোমবার এখবর জানানো হয়েছে নয়াদিল্লির R&R আর্মি হসপিটাল-এর তরফে। কৃত্রিম জীবনদায়ী সহায়তা দিয়ে তাঁকে গভীর পর্যবেক্ষণে মধ্যে রাখা হয়েছে বলেও হাসপাতাল সূত্রে খবর।

বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল তাঁর দায়িত্বে রয়েছেন। সেই দলের কয়েকজন চিকিৎসক বলেন, “প্রণব মুখার্জি এখনো সংকটমুক্ত নন। ভাইটাল ক্লিনিক্যাল প্যারামিটারের মাধ্যমে তার অবস্থা স্থিতিশীল রাখা হয়েছে। বর্তমানে তিনি ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন।”

আরও পড়ুন দেশজুড়ে করোনায় মৃত্যু ৫০ হাজার, আক্রান্ত ২৬ লক্ষের বেশি

গত সোমবার করোনা রিপোর্ট পজ়েটিভ আসে প্রাক্তন রাষ্ট্রপতির। এছাড়া মস্তিষ্কে রক্ত জমাট বাঁধায় মাথায় অস্ত্রোপচারও হয় তাঁর। ফলে বেশ গুরুতর প্রণববাবুর শারীরিক অবস্থা। এদিকে আবার গত সপ্তাহের ১৩ অগাস্ট সোশ্যাল মিডিয়ায় হঠাৎ গুজব ছড়ায় যে প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত। যদিও সঙ্গে সঙ্গেই তার দুই সন্তান অভিজিৎ এবং শর্মিষ্ঠা মুখার্জি জানিয়ে দেন যে খবরটি সত্যি নয়।

You may also like

Leave a Reply!