Home দেশ প্রয়াত বিশিষ্ট কবি ও গীতিকার রাহাত ইন্দোরি

প্রয়াত বিশিষ্ট কবি ও গীতিকার রাহাত ইন্দোরি

by banganews

ইন্দোর,১০অগাস্ট,২০২০ঃ  প্রয়াত বিশিষ্ট কবি ও গীতিকার রাহাত ইন্দোরি। করোনায় আক্রান্ত হয়ে ইন্দোরের অরবিন্দ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গতকাল তাঁর কোভিড ১৯ ধরা পড়ে। আইসিইউতে রাখা হয় ইন্দোরিকে। তিনি হৃদরোগে ভুগছিলেন সঙ্গে ডায়াবেটিসও ছিল, জানিয়েছেন তাঁর ছেলে৷

আরও পড়ুন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি

রবিবার রাহাত ইন্দোরিকে হাসপাতালে ভর্তি করা হয়। কোভিড টেস্ট হলে রিপোর্ট পজিটিভ আসে। সেইসঙ্গে তিনি ৬০% নিউমোনিয়ায় আক্রান্ত হন।

চিকিৎসকরা জানান, পরপর দু’টি হার্ট অ্যাটাক হয়, যার ফলে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
সংবাদসংস্থা ANI-র খবর অনুযায়ী, অরবিন্দ হাসপাতালের ড. বিনোদ ভান্ডারি টুইট করে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্যমহল।

You may also like

1 comment

Leave a Reply!