TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আরও দু’হাজার কোটি! রিজার্ভ ব্যাঙ্ককে নতুন কেলেঙ্কারির তথ্য জানাল পিএনবি

আবারও আর্থিক তছরূপের শিকার হল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ককে পিএনবি জানিয়েছে, একটি সংস্থার নেওয়া ঋণের দৌলতে আবার দু’হাজার কোটি টাকা প্রতারণার শিকার হয়েছে তারা।

ঘটনাটি ঘটেছে পিএনবি-র নয়াদিল্লি শাখায়। ঋণ গ্রাহক সংস্থাটির নাম আইএল অ্যান্ড এফএস তামিলনাড়ু পাওয়ার। পিএনবি-র থেকে তারা বড় অঙ্কের অর্থ ঋণ হিসেবে নিয়েছিল। আরবিআইকে সে কথা জানিয়ে পিএনবি বলেছে, ওই সংস্থাটির জন্য এখন তারা দুহাজার ৬০ কোটি ১৪ লক্ষ টাকার প্রতারণার শিকার।

 

বন্ধ থাকছে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা, জেনে নিন দিনক্ষণ

এর আগেও নীরব মোদীকে বিপুল অর্থ ঋণ দিয়েছিল পিএনবি। পরে জানা যায় নীরব ভুয়ো গ্যারেন্টার ব্যবহার করে ওই ঋণ নিয়েছিলেন। ২০১৮ সালে প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। তত দিনে ঋণের অঙ্ক বেড়ে ১৪ হাজার কোটি ছুঁয়ে ফেলে। ঘটনাটির চার বছরের মধ্যেই আবার প্রতারণার শিকার হল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি।