TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

কলেজ বা বিশ্ববিদ্যালয় শারীরিক উপস্থিতি সম্ভব নয় ,জানালেন শিক্ষামন্ত্রী

কলকাতা, ২৭ সেপ্টেম্বর,২০২০ঃ কেন্দ্রের তরফে আগামী নভেম্বর থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু তাতে এখনও সায় নেই রাজ্য সরকারের। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এখনই কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শারীরিক উপস্থিতি সম্ভব হবে না বলে সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন বিজেপি পরিচালিত জয়পুর পঞ্চায়েত তৃণমূলের

আজ রাজ্যের উপাচার্যদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন শিক্ষামন্ত্রী। এরপরেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। ৩১  অক্টোবর স্নাতকোত্তরে ফলাফল সেখানে দাঁড়িয়ে ১ নভেম্বর থেকে কোনোভাবেই ক্লাস শুরু সম্ভব নয়। ১ ডিসেম্বর থেকে অনলাইনে ক্লাস শুরু হবে স্নাতকোত্তরে ক্লাস শুরু হবে বলে জানান শিক্ষামন্ত্রী। স্নাতকস্তরে কবে ক্লাস শুরু হবে সে বিষয় স্পষ্ট করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন আগামী ২ নভেম্বর থেকে স্নাতকস্তরে ক্লাস শুরু হবে তবে তা অনলাইনে। কোনোভাবেই শারীরিক উপস্থিতি সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দেন শিক্ষামন্ত্রী।