Home কলকাতা কলেজ বা বিশ্ববিদ্যালয় শারীরিক উপস্থিতি সম্ভব নয় ,জানালেন শিক্ষামন্ত্রী

কলেজ বা বিশ্ববিদ্যালয় শারীরিক উপস্থিতি সম্ভব নয় ,জানালেন শিক্ষামন্ত্রী

by banganews

কলকাতা, ২৭ সেপ্টেম্বর,২০২০ঃ কেন্দ্রের তরফে আগামী নভেম্বর থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি খোলার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু তাতে এখনও সায় নেই রাজ্য সরকারের। বর্তমান পরিস্থিতি অনুযায়ী এখনই কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে শারীরিক উপস্থিতি সম্ভব হবে না বলে সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন বিজেপি পরিচালিত জয়পুর পঞ্চায়েত তৃণমূলের

আজ রাজ্যের উপাচার্যদের সাথে ভার্চুয়াল বৈঠক করেন শিক্ষামন্ত্রী। এরপরেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। ৩১  অক্টোবর স্নাতকোত্তরে ফলাফল সেখানে দাঁড়িয়ে ১ নভেম্বর থেকে কোনোভাবেই ক্লাস শুরু সম্ভব নয়। ১ ডিসেম্বর থেকে অনলাইনে ক্লাস শুরু হবে স্নাতকোত্তরে ক্লাস শুরু হবে বলে জানান শিক্ষামন্ত্রী। স্নাতকস্তরে কবে ক্লাস শুরু হবে সে বিষয় স্পষ্ট করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন আগামী ২ নভেম্বর থেকে স্নাতকস্তরে ক্লাস শুরু হবে তবে তা অনলাইনে। কোনোভাবেই শারীরিক উপস্থিতি সম্ভব নয় বলে স্পষ্ট জানিয়ে দেন শিক্ষামন্ত্রী।

You may also like

Leave a Reply!