Home কলকাতা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ক্লাস শুরু কবে থেকে?

কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ক্লাস শুরু কবে থেকে?

by banganews

কলকাতা, ২২ সেপ্টেম্বর, ২০২০ঃ  করোনার প্রকোপে পঠনপাঠন বন্ধ। দ্বাদশ শ্রেণির পরীক্ষা মিটে গেলেও এখনও কলেজে ক্লাস শুরু করা সম্ভব হয়নি। নিউ নর্মালে স্নাতক ও স্নাতকোত্তরের প্রথম সেমেস্টারের নয়া শিক্ষাবর্ষ শুরুর দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্র। মঙ্গলবার সম্পূর্ণ শিক্ষাবর্ষের সময়সূচি জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক । ১ নভেম্বর থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ক্লাস শুরু হবে।

আরও পড়ুন নিউ নর্মাল দুর্গাপুজো নিয়ে উদ্যোক্তারা এখনও দিশাহীন

মন্ত্রী জানিয়েছেন, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভরতি প্রক্রিয়া শেষ করতে হবে। প্রথম বর্ষ প্রথম সেমেস্টারের পঠনপাঠন শুরু হবে ১ নভেম্বর, ২০২০-তে। পরীক্ষা হবে ২০২১ এর ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত। সেমেস্টার ব্রেক ২০২১ এর ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত। পরবর্তী শিক্ষাবর্ষ শুরু ৩০ অগাস্ট ২০২১

পড়ুয়াদের আর্থিক দিকের কথা মাথায় রেখে বলা হয়েছে, চলতি বছরে কোনও পড়ুয়া কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভরতি হয়েও ছেড়ে দিলে পুরো অর্থ ফেরত পাবেন। মাইগ্রেশনের ক্ষেত্রেও টাকা ফেরত পাবেন। তবে তা করতে হবে ৩০ নভেম্বরের মধ্যে।

আরও পড়ুন বাঁকুড়ায় বিজেপির অন্তর্দ্বন্দ্ব চরমে, অভিযোগ ওড়ালেন জেলা সভাপতি

যদিও ইউজিসির ঘোষণায় প্রশ্ন উঠছে আবারও। ১৮ অক্টোবর পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের তৃতীয় বর্ষের পরীক্ষা চলবে৷ সেক্ষেত্রে ১ নভেম্বর থেকে স্নাতকোত্তরের প্রথমবর্ষের ক্লাস শুরু সম্ভব হবে কি না তা নিয়েই উঠছে প্রশ্ন৷

You may also like

Leave a Reply!