Home কলকাতা রাজ্যে কবে খুলবে স্কুল কলেজ? জেনে নিন কী বললেন শিক্ষামন্ত্রী

রাজ্যে কবে খুলবে স্কুল কলেজ? জেনে নিন কী বললেন শিক্ষামন্ত্রী

by banganews

কলকাতা, ১৬ সেপ্টেম্বরঃ করোনা আবহে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখা হবে বলে আগেই ঘোষণা করেছিল রাজ্য সরকার। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশ দিয়েছেন অভিভাবকরা রাজি থাকলে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চালানো যাবে। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে এই পথে হাঁটতে রাজি নয় রাজ্য সরকার।

আরও পড়ুন করোনা আক্রান্ত ৫০ লক্ষ, বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক না হলে স্কুল কলেজ খোলা হবে না। রাজ্যের সিদ্ধান্ত ও কেন্দ্রীয় নির্দেশ নিয়ে দোটানায় ছিল ছাত্রছাত্রীরা। এই প্রসঙ্গে পার্থ বলেন, দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে তাতে স্কুল কিভাবে খোলা হবে তা চিন্তার বিষয়। ছাত্রছাত্রীদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী। তবে পড়াশোনা যাতে বন্ধ না থাকে সেই দিকটাও বিচার বিবেচনা করে দেখা হবে বলে জানান তিনি।

You may also like

Leave a Reply!