Home বঙ্গ বিজেপি পরিচালিত জয়পুর পঞ্চায়েত তৃণমূলের

বিজেপি পরিচালিত জয়পুর পঞ্চায়েত তৃণমূলের

by banganews

জয়পুর, ২৭ সেপ্টেম্বর, ২০২০ঃ  বিজেপিতে ভাঙন অব্যাহত। এবার পুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান , উপ-প্রধান সহ মোট ১০ সদস্য ৭০০ পরিবার নিয়ে যোগ দিলেন তৃণমূলে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা পরিষদের সভাপতিধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। সদলবলে এই দল বদলের ফলে জয়পুর পঞ্চায়েত এখন তৃণমূলের।

আরও পড়ুন মানসিক সমস্যায় আছেন রাহুল, মন্তব্য অনুপমের

জয়পুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৬ টি , ২০১৮ সালের নির্বাচনে বিজেপি পায় ৯ টি। তৃণমূল পায় ২ টি, কংগ্রেস পায় ১ টি, আর নির্দল পায় ৪ টি। আজ মোট দশ সদস্য তৃণমূলে যোগদান করায় তৃণমূলের দখলে আসে ১২ টি আসন। ফলে সহজেই তৃণমূলের হাতে চলে জয়পুর পঞ্চায়েতের চাবি। এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি বলেন প্রধানের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ থাকায় তাঁকে দল সাসপেন্ড করেছিল। অন্যদিকে তৃণমূলের সভাধিপতির কথায় সাধারণ মানুষ ছাড়াও বিজেপির কর্মী সমর্থকরাও নিজের দলের প্রতি বীতশ্রদ্ধ। সেই কারণে এই দলবদল।

You may also like

Leave a Reply!