TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

জঙ্গল দখল হচ্ছে, প্রতিবাদে পথ অবরোধ

বঙ্গ নিউস, ২৪ ডিসেম্বর, ২০২০ঃ বাইরে থেকে লোক এসে জঙ্গল দখল করছে, জঙ্গল ধ্বংস করছে, বন বিভাগকে জানিয়েও কোন লাভ হয় নি, এই সব অভিযোগ করে ও জঙ্গল দখল করার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকালে ঝাড়গ্রাম থেকে জামবনি যাওয়ার রাস্তায়, কার্শিয়াতে, পথ অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। এরপরও যদি বন বিভাগ কোনও ব্যবস্থা না নেয় তাহলে ঝাড়গ্রামে বিভাগীয় বনাধিকারিকের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা ।

আরও পড়ুন আজ রাত থেকে নাকা চেকিং, বড়দিনে বাড়তি নজরদারি পুলিশের

এই দিন সকাল থেকেই পথ অবরোধ শুরু করে দেয় বাসিন্দারা । তাদের অভিযোগ, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর, বেলপাহাড়ি, শিলদা সহ নানা জায়গা থেকে লোকজন এসে এই জঙ্গল দখল করছে । ‘ বহিরাগতরা’ এই এলাকায় জঙ্গল ধ্বংস করছে বলেও অভিযোগ।  তাদের দাবি, এই সব বহিরাগতদের জন্য তারা জঙ্গল থেকে পাতাও তুলে আনতে পারছেন না । জঙ্গল দখল হয়ে যাওয়া ও ধ্বংস করার বিষয়টি বন বিভাগের আধিকারিকদের জানানো হলেও তারা কোনও ব্যবস্থা নেয়নি । তাই প্রতিবাদ জানাতে বাধ্য হয়ে এদিন পথ অবরোধ করলেন তারা। ঝাড়গ্রাম থেকে জামবনি যাওয়ার এই একটাই রাস্তা । এই রাস্তা অবরোধ হয়ে যাওয়ায় বিপাকে পড়তে হয় এই রাস্তা দিয়ে যাতায়াতকারী মানুষকে। ঝাড়গ্রামের বিভাগীয় বনাধিকারিক বাসব রাজ হেল্লাইচি বলেন, এই গ্রামের বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে ।