কলকাতা, ২৪ ডিসেম্বর, ২০২০ঃ ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে ছাড়পত্র দিয়েছে প্রাথমিক বোর্ড। গতকাল বুধবার বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে ১৬৫০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই আজ বৃহস্পতিবার হাইকোর্টে মামলা দায়ের হল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে।
আরও পড়ুন জঙ্গল দখল হচ্ছে, প্রতিবাদে পথ অবরোধ
প্রাথমিক বোর্ডের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করলেন ফিরদৌস শামিম নামে এক আইনজীবী। ১৬৫০০ শূন্যপদে নিয়োগের যে বিজ্ঞপ্তি তা স্থগিতাদেশ চেয়ে এই মামলা দায়ের করা হয়েছে। মামলার অনুমতি দিয়েছে হাইকোর্ট। আগামী ৪ তারিখ এই মামলার শুনানি হবে। মামলাকারী ফিরদৌস শামিমের বক্তব্য ২০১৪ সালে টেট পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল ছিল। ফলে অনেকেই পাশ করতে পারেনি। সেই সংক্রান্ত একটি মামলা চলছে। সেটি সংশোধন না করে কিভাবে নিরাপত্তা জারি করা হয়? এদিকে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন জানুয়ারির ১০ থেকে ১৭ তারিখ পর্যন্ত ইন্টারভিউ চলবে। যত দ্রুত সম্ভব তৈরি হবে নিয়োগ প্যানেল। এছাড়াও অফলাইনে ৩১ জানুয়ারি তৃতীয় টেটের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।