Home কলকাতা আজ রাত থেকে নাকা চেকিং, বড়দিনে বাড়তি নজরদারি পুলিশের

আজ রাত থেকে নাকা চেকিং, বড়দিনে বাড়তি নজরদারি পুলিশের

by banganews

কলকাতা, ২৪ ডিসেম্বর, ২০২০ঃ  রাত পোহালেই বড়দিন। আর কয়েকঘন্টা পরেই  উৎসবে মেতে উঠবে সবাই। বড়দিন মানেই পার্কস্ট্রিটের রোশনাই। শহর জুড়ে শুধুই উৎসবের মরশুম। তবে এবার অতিমারীর কারণে একটু এলোমেলো সবকিছু। শীত পড়লেও তাপমাত্রা কিছুটা উর্ধ্বমুখী। তবে প্রতিবছরের মতই খ্রীস্টমাসের শহরে আনন্দে ভাটা পড়েনি। উৎসবের পাশাপাশি নিরাপত্তাতেও জোর দিয়েছে প্রশাসন।

আরও পড়ুন রবীন্দ্রনাথ ঠাকুর আত্মনির্ভরের কথা বলেছিলেন, বিশ্বভারতীর শতবর্ষপূর্তিতে মোদী

আজ থেকে শহর জুড়ে শুরু হচ্ছে নাকা চেকিং। আজ রাতেই সারা শহর মাতবে বড়দিনের আনন্দে কিন্তু সেই সঙ্গে বাড়তি নিরাপত্তায় কোনো খামতি রাখতে চায় না প্রশাসন। মত্ত অবস্থায় গাড়ি চালালেই চলছে ধরপাকড়। হেলমেটহীন বাইক আরোহীদেরও জরিমানা করা হচ্ছে। খ্রীস্টমাস উপলক্ষে পাঁচ হাজার পুলিশকর্মী নিরাপত্তার দায়িত্বে থাকবেন। আজ রাত ৯ টা থেকে নাকা তল্লাশি চলবে। পার্কস্ট্রিট থেকে মল্লিকবাজার পর্যন্ত রাস্তা ভাগ করে দেওয়া হবে। পার্কস্ট্রিট চত্বরে ১১ টি ওয়াচ টাওয়ার থাকবে। সেখান থেকেও নজরদারি চালানো হবে। ময়দান ও পার্কস্ট্রিটের দিকে পণ্যবাহী যানচলাচল বন্ধ থাকবে। ভিড় নিয়ন্ত্রণ থেকে সুরক্ষার দিকে বিশেষ নজর রাখছে কলকাতা পুলিশ। কোনোরকম অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে তার জন্য তৎপর রয়েছে পুলিশ প্রশাসন।

You may also like

Leave a Reply!