TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ছত্তিশগড়ে মহিলাদের বিনামূল্যে চিকিৎসার জন্য চালু মোবাইল ক্লিনিক

ছত্তিশগড়, ১৯ নভেম্বর, ২০২০ঃ  বৃহস্পতিবার মহিলাদের বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়ার জন্য বিশেষ মোবাইল ক্লিনিক চালু করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে রায়পুরে তাঁর সরকারী বাসভবনে তিনটি ‘দাই-দিদি’ (মা-বোন) মোবাইল ক্লিনিকের উদ্বোধন করেছেন৷

ফার্স্ট এড ছাড়াও এই মোবাইল ক্লিনিকে স্তন ক্যান্সার এবং গর্ভবতী মহিলাদের দেখভাল করার সুবিধা থাকবে। রায়পুর, ভিলাই এবং বিলাসপুর পৌরসভা সীমানায় একটি করে মোট তিনটি মোবাইল ক্লিনিক।

আরও পড়ুন বাড়ি ছাড়তে হবে বিরজু মহারাজকে, এল নোটিস

দেশে এই ধরনের উদ্যোগ এই প্রথম সরকারী কর্মকর্তা দাবি করেছেন। বস্তি এলাকায় বসবাসকারী গরীব মহিলারা এই ক্লিনিকগুলি থেকে উপকৃত হবেন।

মহিলা ও শিশু উন্নয়ন বিভাগের সঙ্গে সমন্বয় করে এই ক্লিনিকটি ‘অঙ্গনওয়াড়ি’ কেন্দ্রের কাছে হবে। উদ্বোধনে উপস্থিত ছিলেন, রাজ্যের নগর প্রশাসনের মন্ত্রী শিব কুমার ডাহারিয়া এবং অন্যান্য সরকারী আধিকারিকরা।