Home বিনোদন ভুয়ো খবরের জেরে ইউটিউবারের নামে মানহানির মামলা অক্ষয় কুমারের

ভুয়ো খবরের জেরে ইউটিউবারের নামে মানহানির মামলা অক্ষয় কুমারের

by banganews

বঙ্গ নিউস, ১৯ নভেম্বর, ২০২০ঃ অক্ষয় কুমারের নামে মিথ্যা খবর ছড়ানোর অভিযোগে এক ইউটিউবারের নামে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করল বলিউডের খিলাড়ি। অভিযোগ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে কানাডায় পালাতে সাহায্য করেছিলেন অক্ষয় কুমার, এমনকি এবিষয়ে তাঁর সঙ্গে কথা হয় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও তাঁর ছেলে আদিত্য ঠাকরের। রাশিদ সিদ্দিকি নামে এক যুবক একটি নিউস চ্যানেলের ভিডিওতে এমনটাই দাবি করেছে। তাঁর নাম ব্যবহার করে ভুয়ো খবর ছড়ানোয় ক্ষুব্ধ বলিউডের খিলাড়ি। রাশিদ সিদ্দিকির নামে মানহানির  মামলা করলেন অক্ষয় কুমার। অভিনেতার আইনজীবী একটি নোটিশ পাঠিয়েছেন ওই যুবককে।

আরও পড়ুন ছত্তিশগড়ে মহিলাদের বিনামূল্যে চিকিৎসার জন্য চালু মোবাইল ক্লিনিক

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর চার মাস পরে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছিলেন অক্ষয় কুমার, মাদক কাণ্ডে পুরো বলিউডকে কাঠগড়ায় দাঁড় না করানোর আবেদন জানান বলিউডের খিলাড়ি। তবে সেই নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় অক্ষয় কুমারকে। কিন্তু ভুয়ো খবরের সঙ্গে আপোস করতে না রাজ তিনি। ভিডিওতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম জড়ানোয় রাশিদ সিদ্দিকির বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা করেছেন ধর্মেন্দ্র মিশ্র নামের এক আইনজীবী। সেই মামলার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে রাশিদ সিদ্দিকি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার, এফএফ নিউস নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তাঁর। সেখানে সুশান্ত সংক্রান্ত পোস্ট করে গত চার মাসে ১৫ লক্ষ টাকা আয় করেছে ওই যুবক।

You may also like

Leave a Reply!