বঙ্গ নিউস, ১৯ নভেম্বর, ২০২০ঃ নোটিস পাঠানো হল প্রবাদপ্রতিম শিল্পীর নামে। বাড়ি ছাড়ার নোটিস। বিরজু মহারাজ আর তাঁর পুরনো বাড়িতে থাকতে পারবেন না। ৩১ ডিসেম্বরের মধ্যে বাড়ি ছাড়তে হবে বিরজু মহারাজকে। বাড়ি ছাড়ার তালিকায় রয়েছেন আরও ২৭ জন শিল্পী। চিত্রশিল্পী যতীন দাস, সন্তুরবাদক ভজন সোপারি, মোহিনীঅট্টম শিল্পী ভারতী শিবাজীর মতো নামীরা রয়েছেন এই তালিকায়।
বিরজু মহারাজদের দেওয়া নোটিসে স্পষ্ট লেখা আছে, ‘আর এক্সটেনশন সম্ভব নয়। এবার বাড়ি ছাড়ুন।’
আরও পড়ুন ছটপুজো উপলক্ষে চলছে অস্থায়ী ঘাট নির্মাণের কাজ
এই নোটিস পেয়ে স্বভাবতই বিপাকে পড়েছেন অশীতিপর শিল্পী।
আসলে ব্যাপারটা হয়েছে কি, কেন্দ্র সরকারের এমিনেন্ট আর্টিস্ট কোটায় এই প্রবাদপ্রতিম শিল্পী ন্যূনতম ভাড়ায় দিল্লিতে বাড়ি পেয়েছিলেন। কিন্তু সম্প্রতি কেন্দ্রের নগরোন্নয়ন দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এই শিল্পীদের ওইসব বাড়িতে থাকার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। নতুন করে আর এক্সটেনশন হবে না।
নগরোন্নয়ন দপ্তরের এই নোটিস পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন বিরজু মহারাজ। সংবাদমাধ্যমকেও জানিয়েছেন তাঁর অসুবিধার কথা। এও বলেছেন—আশা করি, প্রধানমন্ত্রী সবদিক দেখে উপযুক্ত সিদ্ধান্ত নেবেন।
একই অসুবিধার কথা জানিয়েছেন ওই তালিকায় নাম থাকা বাকি শিল্পীরাও।