TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আদিবাসী দিবসে মমতার শুভেচ্ছা

কলকাতা, ৯ অগাস্ট, ২০২০: বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বাংলার আদিবাসী সমাজকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ট্যুইট —“আদিবাসী ভাইবোনদের উন্নতিকল্পে পশ্চিমবঙ্গ সরকার জয় জহর প্রকল্প নিয়ে এসেছে। তাছাড়া পঠনপাঠনের ক্ষেত্রে অলচিকি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সাঁওতালি মাধ্যমও স্বীকৃতি পেয়েছে। সমাজের সকল শ্রেণির উন্নয়নের প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ।”

আরও পড়ুন হাসপাতালের থেকে রাম মন্দির বেশি গুরুত্বপূর্ণ : দিলীপ ঘোষ

বর্তমানে কোভিড পরিস্থিতির সঙ্গে লড়ছে সমাজ। কোভিড সংক্রান্ত সমস্ত নির্দেশিকা মেনে আদিবাসী দিবস পালন করার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অনুষ্ঠান হবে দুদিন, রবিবার এবং সোমবার। ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, হুগলি, বীরভূম, বর্ধমান প্রভৃতি বিভিন্ন জেলায় অায়োজিত আদিবাসী উৎসবে অংশ নেবেন রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীরা।